News & Event

২৫ তম সভার নোটিশ

২৫ সাধারন সভার নোটিশ

তারিখঃ ৩১ জানুয়ারী, ২০১৩
প্রতি,
সকল সম্মানিত সদস্য
বিষয় ঃ FIAB এর ২৫ সাধারন সভার নোটিশ ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ ই ফেব্রুয়ারী, ২০১৩ ইং তারিখ রোজঃ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় FIAB- এর ২৫ তম সাধারণ সভা মেগা ডমিসিল, ফ্লাট-বি ৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা ১২১২ এ অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয়সমূহঃ
১। ২৪ তম সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।
২। আসন্ন বাজেট অধিবেশনের পূর্বে এসোসিয়েশনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে করনীয় বিষয়ে আলোচনা।
৩। নবনিযুক্ত উপদেষ্টার কর্মপরিধি নির্ধারন।
৪। এসোসিয়েশনের বকেয়া ফি ও ডোনেশন আদায় প্রসঙ্গে।
৫। বিবিধ।
যে সকল নির্বাহী সদস্য বকেয়া ফি ও ডোনেশন এখনও পরিশোধ করেননি সে সকল সম্মানিত সদস্যগনকে সভায় উপস্থিত হবার সময় বকেয়া ফি ও ডোনেশন সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত সভায় যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আপনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ।

 

এফ. আর. খান শাহরিয়া
জেনারেল সেক্রেটারী

2014-05-04 16:41:09