News & Event

২৪ তম সভার নোটিশ

                                          ২৪ তম সভার নোটিশ

২৪ শে ডিসেম্বর, ২০১২
বরাবর,
সম্মানীত সদস্য
ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ
FIAB এর সাধারন সভা প্রসঙ্গে
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯শে ডিসেম্বর, ২০১২ইং তারিখ রোজঃ শনিবার বিকাল ৫.০০ ঘটিকায় FIAB- এর ২৪তম সাধারণ সভা মেগা ডমিসিলি, ফ্লাট-বি ৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা ১২১২ এ অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয়সমূহঃ
১।      FIAB এর সদস্য তার মালিকানা পুরো/আংশিক হস্থান্তর করন প্রসঙ্গে।
২।      নতুন LC ওপেনিং এর ক্ষেত্রে FIAB সার্টিফিকেট প্রসঙ্গে।
৩।      বাজরা, সরগুম ও গোয়রমিলকে SRO ১৭২ এ অর্ন্তভুক্ত করন প্রসঙ্গে।
৪।      বকেয়া আদায় প্রসঙ্গে।
৫।      বিবিধ।
উক্ত সভায় যথাসময়ে আপনাকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আপনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ।
এফ. আর. খান শাহরিয়া
জেনারেল সেক্রেটারী

2014-05-14 13:54:33