News & Event

৪৯তম সভার নোটিশ

 

৪৯তম সাধারণ সভার নোটিশ

 

তারিখঃ ০৯ জুলাই ২০১৮

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৪৯তম সাধারণ সভার তারিখ ও সময় পরিবর্তন প্রসঙ্গে।

জনাব,

আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যাচ্ছে যে, ফিআবের ৪৯তম সাধারণ সভা আগামী ১৫ জুলাই ২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সভাটি ১৪ জুলাই ২০১৮ ইং রোজ শনিবার বিকাল ৫ঃ৩০ ঘটিকায় মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য বিষয়সমূহঃ (পূর্বাপর)
০১। ৪৮তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। ফিআব সদস্যভূক্তির জন্য আবেদনের উপর সিদ্ধান্ত গ্রহণ।
০৩। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের উপর পর্যালোচনা।
০৪। ফিআব এর ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ সালের নির্বাচন এবং কমিটি গঠন।
০৫। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে মিট এন্ড বোন মিল আমদানিতে অনাপত্তি গ্রহণের ক্ষেত্রে জটিলতা প্রসঙ্গে আলোচনা।
০৬। প্রাণি পুষ্টি উপকরণ আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ডের ঝজঙ তে "ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (ফিআব)" কে অন্তর্ভুক্তি প্রসঙ্গে গৃহীত ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা।
০৭। সয়াবিন মিল আমদানিতে ৫% জউ ধার্য করার প্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আলোচনা।
০৮। যাবতীয় বকেয়া এবং বিশেষ ডোনেশন আদায় প্রসঙ্গে।
০৯। বিবিধ।

উক্ত সভায় আপনাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

মোঃ আহসানুজ্জামান
সাধারণ সম্পাদক

 

2018-09-24 11:50:34