News & Event

৪৭তম সভার নোটিশ

 

৪৭তম সাধারণ সভার নোটিশ

 

তারিখঃ ২১ ডিসেম্বর, ২০১৭

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৪৭তম সাধারণ সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ ডিসেম্বর, ২০১৭ ইং রোজ মঙ্গলবার বিকাল ৫:৩০ ঘটিকায় ফিআব এর ৪৭তম সাধারণ সভা "ওয়েস্টিন হোটেল "গুলশান-২, এ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকবেন এফবিসিসিআই এর সদ্য সাবেক সভাপতি ও নিটল মটরস লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মাতলুব আহমাদ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
সভার আলোচ্য বিষয়সমূহঃ
০১। ৪৬তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। ফিআব সদস্যভূক্তির জন্য ৩টি আবেদন উপর সিদ্ধান্ত গ্রহণ।
০৩। যাবতীয় বকেয়া এবং বিশেষ ডোনেশন আদায় প্রসঙ্গে।
০৪। আর আর পি ফিডে ক্ষতিকর উপাদান ব্যবহার সম্পর্কে ফিআবের পত্রের প্রেক্ষিতে উক্ত ফিডমিলের বক্তব্য, পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

০৫। দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় বে-সরকারী ফিডমিল পরিদর্শন করার জন্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ।

০৬। অবৈধ ফিড উৎপাদনকারী ও বিপণনকারীদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্পর্কীয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

০৭। কিছু কিছু ফিডমিলের ডিলারদের কমিশন প্রদানের ক্ষেত্রে অস্বাভাবিক সুবিধা প্রদান এবং ফলশ্রুতিতে পোল্ট্রি ও ফিস ফিড বিপণনের ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি প্রসঙ্গে আলোচনা।

০৮। ২০১৮-১৯ সনের আসন্ন বাজেটে ফিআব এর পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এ সুপারিশ প্রেরণ প্রসঙ্গে আলোচনা।

০৯। বিবিধ।

উক্ত সভায় আপনাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


মোঃ আহসানুজ্জামান
সাধারণ সম্পাদক

2018-09-24 11:46:55