News & Event

৪৫তম সাধারণ সভার নোটিশ

 

৪৫তম সাধারণ সভার নোটিশ

 

তারিখঃ ১৭ মে, ২০১৭

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৪৫তম সাধারণ সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২ মে, ২০১৭ ইং রোজ সোমবার বিকাল ৫.০০ ঘটিকায় ফিআব এর ৪৫তম সাধারণ সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয়সমূহঃ
০১। ৪৪তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। আবেদনকৃত নতুন ফিডমিলগুলোর সদস্যভুক্তি প্রসঙ্গে।
০৩। খাদ্য উপকরণের চাহিদা নিরুপনে প্রাণিসম্পদ অধিদপ্তরের পত্রের অগ্রগতি নিয়ে আলোচনা।
০৪। আগামী ২০১৭-১৮ সনের বাজেট প্রস্তাবনা সম্পর্কে ।
০৫। সদস্যদের যাবতীয় বকেয়া এবং বিশেষ ডোনেশান আদায় প্রসঙ্গে।
০৬। সিলেটের সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমে বিপিআইসিসির সহযোগিতা নিয়ে আলোচনা।
০৭। বিবিধ।
উক্ত সভায় আপনাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


মোঃ আহসানুজ্জামান
সাধারণ সম্পাদক

 

2018-09-24 11:44:14