News & Event

৪২ তম সভার নোটিশ

 

৪২ তম সাধারণ সভার নোটিশ

 

তারিখঃ আগস্ট ১০, ২০১৬

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৪২ তম সাধারণ সভার নোটিশ।

জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ আগস্ট, ২০১৬ ইং রোজ রবিবার সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকায় ফিআব এর ৪২ তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় সমূহঃ
০১। ৪১ তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। বস্তার গায়ে সর্বোচ্চ খুচরা শূল্য উল্লেখ করা প্রসঙ্গে।
০৩। বকেয়া সদস্য ফি ও অন্যান্য আদায় নিয়ে আলোচনা।
০৪। ফিআবের ২০১৬-১৭ সনের নির্বাচন প্রসঙ্গে।
০৫। বিগত ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেট প্রসঙ্গে।
০৬। প্রাণিসম্পদ অধিদপ্তর এর সাথে যৌথউদ্যোগে সেক্টরের উন্নতিকল্পে কর্মসূচি গ্রহণ করা। দেশের সকল ফিডমিল গুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন গ্রহণ এবং ফিআব এর সদদ্যভুক্ত করা প্রসঙ্গে।
০৭। বিবিধ।

উক্ত সভায় আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

খন্দকার মনসুর হোসেন
সাধারণ সম্পাদক

2018-09-24 11:18:48