News & Event

৪১ তম সভার নোটিশ

 

৪১ তম সাধারণ সভার নোটিশ

 

তারিখঃ মে ১৯, ২০১৬

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৪১ তম সাধারণ সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ মে, ২০১৬ ইং রোজ শনিবার বিকাল ৬ঃ০০ ঘটিকায় ফিআব এর ৪১ তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় সমূহঃ
০১। ৪০ তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। ফিডমিলের নামে আমদানিকৃত পণ্য খোলা বাজারে বিক্রয় নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জাতীর রাজস্ব বোর্ড এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের জটিলতা নিয়ে আলোচনা।
০৩। টোল ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা।
০৪। সয়াবিনের দামের উর্ধ্বগতির কারণ এবং প্রতিকারে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহণ প্রসঙ্গে।।
০৫। খাদ্যের দাম পুণঃনির্ধারণ বিষয়াদি নিয়ে আলোচনা।
০৬। "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০" বাস্তবায়নের লক্ষ্যে ফিস ফিড ্ও পোল্ট্রি ফিড সংক্রান্ত হালনাগাদ তথ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রেরণ প্রসঙ্গে।
০৭। অনিবন্ধিত ফিডমিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রসঙ্গে।
০৮। বিবিধ।

উক্ত সভায় আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

খন্দকার মনসুর হোসেন
সাধারণ সম্পাদক

2018-09-24 10:57:57