News & Event

৪০ তম সভার নোটিশ

 

৪০ তম সাধারণ সভার নোটিশ

তারিখঃ এপ্রিল ১১, ২০১৬

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৪০ তম সাধারণ সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯ এপ্রিল, ২০১৬ ইং রোজ মঙ্গলবার বিকাল ৫ঃ৩০ ঘটিকায় ফিআব এর ৪০ তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় সমূহঃ


০১। ৩৯ তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির কার্যাবলীর উপর আলোচনা।
০৩। দেশের ফিডমিলগুলোকে ফিআবের সদস্য হওয়া বাধতামূলক করার অগ্রগতি নিয়ে আলোচনা।
০৪। বস্তার গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, সরকারী নিবন্ধন নং, ফিআব সদস্য নং, ব্যবহৃত কাঁচামাল এবং ট্যাগে ব্যাচ নং, উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ অনুমোদন।
০৫। ২০১৬-১৭ এর বাজেট প্রস্তাবনা নিয়ে আলোচনা।
০৬। এক প্রতিষ্ঠানের ডিলার আরেক প্রতিষ্ঠানে নিয়োগের পূর্বে ক্লিয়ারেন্স নেয়া প্রসঙ্গে।
০৭। কর্মকর্তা নিয়োগের আগে এনওসি গ্রহণ করা প্রসঙ্গে।
০৮। অনিবন্ধিত ফিডমিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রসঙ্গে।
০৯। ফিআবের ২০১৬-১৭ সনের নির্বাচন নিয়ে আলোচনা।
১০। পোল্ট্রি শিল্পের ভূমি উন্নয়ন কর প্রসঙ্গে।
১১। বিবিধ।


উক্ত সভায় আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

খন্দকার মনসুর হোসেন
সাধারণ সম্পাদক

2018-09-19 10:44:14