News & Event

৩৬ তম সভার নোটিশ

 

৩৬ তম সভার নোটিশ

তারিখঃ ১১ জুন, ২০১৫

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়ঃ ৩৬ তম সাধারণ সভার নোটিশ।

জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ জুন ২০১৫ ইং রোজ সোমবার সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকায় ফিআব এর ৩৬তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় সমূহঃ
০১। ৩৫তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবের উপর আমাদের করণীয়।
০৩। সদস্যপদ বাধ্যতামূলক করার জন্য করণীয়।
০৪। পরিদর্শন করা ফিডমিলের উপর প্রতিবেদন পেশ ও আবেদনের প্রেক্ষিতে সদস্যভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনিবন্ধিত ফিডমিলারদের বিষয়ে এসোসিয়েশন কর্তৃক গৃহীত কার্যক্রম।
০৫। ডিলারদের বাকি দেয়ার ক্ষেত্রে আগের প্রতিষ্ঠানের টাকা পরিশোধ এবং ক্লিয়ারেন্স গ্রহণ করা প্রসঙ্গে।
০৬। ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক ফিডমিল ও খামার সরেজমিনে পরিদর্শন সংক্রান্ত বিষয়ে আলোচনা।
০৭। মৎস্যখাদ্য বিধিমালা ২০১১ এবং পশুখাদ্য বিধিমালা ২০১৩ এর উপর সংশোধনী বিষয়ে আলোচনা।
০৮। জাতীয় রাজস্ব বোর্ডের বিবিধ বিল অনুমোদন ও সদস্যদের নিকট থেকে বকেয়া আদায় প্রসঙ্গে।
০৯। বিবিধ।
উক্ত সভায় শত ব্যস্ততার মাঝে যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মসিউর রহমান
সভাপতি

2018-09-17 14:26:10