News & Event

৩৪ তম সভার নোটিশ।

 

৩৪ তম সভার নোটিশ

তারিখ  ২১ ডিসেম্বর ২০১৪

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়  ৩৪ তম সাধারণ সভার নোটিশ।

জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ ডিসেম্বর, ২০১৪ ইং রোজ শনিবার বিকাল ০৪ঃ৩০ ঘটিকায় ফিআব এর ৩৪তম সভা প্যারাগন হাউজ (১০তম তলা), ৫ মহাখালী, ঢাকা-১২১২ এর সভা কক্ষে আহ্বান করা হয়েছে।

সভার আলোচ্য বিষয় সমূহঃ

০১। ৩৩তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। ফিডমিলগুলোর অর্জিত আয়ের উপর কর ধার্য করার বিষয়ে আলোচনা।
০৩। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে আমাদের করণীয় নির্ধারণ।
০৪। সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন রিপোর্টের বিষয়ে এসোসিয়েশনের করণীয় সম্পর্কে আলোচনা।
০৫। নতুন সদস্য সংগ্রহ এবং অনুদান আদায় বিষয়ে আলোচনা।
০৬। প্রাণিসম্পদ অধিদপ্তরের অনাপত্তি পত্র সভায় ফিআবের প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে।
০৭। বিবিধ।


উক্ত সভায় শত ব্যস্ততার মাঝে যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

মসিউর রহমান
সভাপতি

2018-09-17 12:40:03