News & Event

৩৩ তম সভার নোটিশ

৩৩ তম সভার নোটিশ

তারিখ  ১ অক্টোবর ২০১৪

প্রাপক
সম্মানিত সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ

বিষয়  ৩৩ তম সাধারণ সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সভাপতি মহোদয়ের সম্মতিক্রমে আগামী ১৫ অক্টোবর, ২০১৪ ইং রোজ বুধবার বিকাল ০৫ঃ৩০ ঘটিকায় ফিআব এর ৩৩তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় সমূহঃ
০১। ৩২তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। ট্যানারী বর্জ্য ট্যানারীতেই ধ্বংস করা প্রসঙ্গে।
০৩। বাল্ক হিসেবে আমদানিকৃত পশুখাদ্যের উপকরণ (সয়াবিন মিল/ডিডিজিএস/অন্যান্য) খালাসের ব্যাপারে        চট্টগ্রাম কাস্টমসের জটিলতা নিরসন বিষয়ে আলোচনা।
০৪। ২০১৯ সাল পর্যন্ত পোল্ট্রি সেক্টরের কর অবকাশের সরকারী আদেশ জারি করা প্রসঙ্গে।
০৫। এক প্রতিষ্ঠানের ডিলার ও কর্মচারী অন্য প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে।
০৬। ফিআব সদস্য সনদ পত্রে কারখানার নামসহ ঠিকানা উল্লেখ করা প্রসঙ্গে।
০৭। নতুন সদস্যভুক্তিরআবেদন প্রসঙ্গে।
০৮। অনুদান আদায় বিষয়ে আলোচনা।
০৯। বিবিধ।

উক্ত সভায় শত ব্যস্ততার মাঝে যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

মসিউর রহমান
সভাপতি

 

2018-09-16 14:59:55