News & Event

৩০ তম সভার নোটিশ

                                            ৩০ তম  সভার নোটিশ
তারিখঃ  ২০ মার্চ ২০১৪ ইং
প্রাপক
সম্মানিত সকল  সদস্য
ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলদেশ
বিষয়ঃ ৩০ তম সাধারণ সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ মার্চ ২০১৪ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৬.৩০ ঘটিকায় ফিআব এর ৩০ তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, পট-৯১, রোড-০৪, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য বিষয় সমুহঃ
১।   ২৯ তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২।   ফিআব এর ২০১৪-২০১৫ সনের  নির্বাচন প্রসঙ্গে।
৩।  ফিআব  সদস্যপদ বাধ্যতামূলক করার জন্য করণীয় বিষয় সম্পর্কে আলোচনা।
৪।  ফিআব এর সদস্য বর্হিভূত েেকাম্পানির খাদ্যের গুণগত মান নিয়ে আলোচনা।
৫।  এসোসিয়েশনের বকেয়া ফি আদায় প্রসঙ্গে।
৬।  বিবিধ।      
উক্ত সভায় শত ব্যস্ততার মাঝে যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আপনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ।আবু লুৎফে ফজলে রহিম খান
সাধারণ সম্পাদক

2014-05-14 13:43:26