News & Event

২৬ তম সভার নোটিশ

                                             ২৬ তম  সভার নোটিশ


তারিখ ঃ ২৫ এপ্রিল, ২০১৩ ইং                   
প্রাপকঃ
------------------------------------
------------------------------------
------------------------------------
বিষয়ঃ    ২৬ তম  সভার নোটিশ।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ এপ্রিল, ২০১৩ ইং রোজ সোমবার বিকাল ৪.৩০ ঘটিকায়" ফিআব এর ২৬ তম সভা মেগা ডমিসিল, ফ্ল্যাট-বি-৬, প্লট-৯১, রোড-০৪, বল্ক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হইবে।
সভার আলোচ্য বিষয় সমূহঃ
১।    ২৫ তম সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।
২।    সারাদেশে বর্তমান ফিড ইন্ডাষ্ট্রিজ শিল্পের সার্বিক অবস্থার উপর আলোচনা এবং করনীয়।
৩।    আসন্ন বাজেট অধিবেশনের পূর্বে এসোসিয়েশনের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনা এবং এসোসিয়েশনকে আবশ্যকীয় করা ও পরবর্তীতে করণীয়। এবং এ যাবৎ   যা আলেচনা হয়েছে তার অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা।
৪।      আমদানিকৃত হাঁস মুরগী ও পশু খাদ্যের নাইট্রোফুরান ও এন্টিবায়োটিক পরীক্ষার জন্য  সংশ্লিষ্ট বন্দরে তাৎখনিক ব্যবস্থা না থাকায় আমদানি নীতিতে শর্তটি স্থগিত রেখে জরূরী  ভিত্তিতে মালামাল ছাড় করার প্রসঙ্গে।    
    
৫।      এসোসিয়েশনের সুবিধার্থে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মহাখালী শাখাায় নতুন হিসাব খোলা প্রসঙ্গে।    

৬।    কমিটির সাংগঠনিক বিষয়বলী সম্পর্কে আলোচনা।
৬।     বকেয়া ফি প্রসঙ্গে।
৮।    বিবিধ।
    উক্ত সভায় যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
    আপনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ।


    এফ. আর. খান শাহরিয়া
    সাধারণ সম্পাদক

2014-05-14 13:34:14